টাঙ্গাইলের মির্জাপুরে পানি বৃদ্ধির সাথে সাথে ঝিনাই নদীতে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে অর্ধ শতাধিক বাড়ি ভাঙনের কবলে পড়েছে। এছাড়াও কুর্নি-ফতেপুর পাকা সড়কটি ভেঙে উপজেলা সদরের সাথে ওই এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এলাকাবাসী জানান, গত কয়েকদিন ধরে নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। এতে ফতেপুর এলাকার ঝিনাই নদীর তীরবর্তী ফতেপুর পালপাড়া, এক টাকার বাজার, বানকাটা, থলপাড়াসহ বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছে। এর মধ্যে ভাঙনের তীব্রতা সবচেয়ে বেশি পালপাড়া এলাকায়। ইতিমধ্যে ওই এলাকার ৫/৬টি বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়া অর্ধ শতাধিক বাড়িঘর ভাঙনের হুমকির মুখে পড়ায় ওইসব এলাকার ঘরগুলো অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে বলে ফতেপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ জানিয়েছেন।
ঝিনাই নদীর এই ভাঙনে কুর্নি-ফতেপুর পাকা সড়কটি এক টাকার বাজার নামক স্থানে বেশ কিছু অংশ ভেঙে গেছে। ফলে উপজেলা সদরের সাথে ভাঙন কবলিত এলাকার উত্তরাংশের সাথে সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ওই অংশের লোকজন বিকল্প হিলড়া-আদাবড়ি সড়ক দিয়ে চলাচল করছেন বলে জানা গেছে।
এ ব্যাপারে ফতেপুর বাজারের ব্যবসায়ী স্থানীয় আওয়ামী লীগ নেতা ইব্রাহীম সিকদার বলেন, ভাঙন কবলিত ওই এলাকায় ভাঙন প্রতিরোধে ইতিপূর্বে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
ফতেপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ বলেন, নদী ভাঙনের খবর পেয়ে আমি আমাদের স্থানীয় এমপির সাথে যোগাযোগ করার চেষ্টা করছি।
টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকোৗশলী সাজ্জাত হোসেন জানান, ভাঙন কবলিত এলাকা চিহ্নিত করতে পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি দল পাঠানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই