ঈদুল আজহা উপলক্ষে কোরবানীর পশুর চামড়া সংরক্ষণে উদ্বুদ্ধ করতে ক্রেতাদের বিনামূল্যে লবণ ও লিফলেট বিতরণ করা হয়েছে। বিসিক ও জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে নগরীর বুড়িরহাটে এ কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এডব্লিউএম রায়হান শাহ। এ সময় উপস্থিত ছিলেন বিসিকের ব্যবস্থাপক শামীম হোসেন, সহকারী কমিশনার দেওয়ান আসিফ পেলেসহ প্রশাসনের কর্মকর্তারা। কোরবানীর পশুর চামড়া সংরক্ষণে পশু কেনার পর ক্রেতাদের মাঝে আবশ্যিকভাবে লবণ বিক্রির জন্য জেলার প্রতিটি হাট ইজারাদারকে চাহিদা মত বিসিকের ডিলারের মাধ্যমে লবণ সরবরাহ করা হচ্ছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এডব্লিউএম রায়হান শাহ বলেন, কোরবানীর পর এক সপ্তাহ ঢাকায় কোন চামড়ার গাড়ি ঢুকবে না। তাই হাটে আবশ্যিকভাবে লবণ বিক্রির জন্য একাধিকবার মিটিং করে ইজারাদারদের তাগিদ দেওয়া হয়েছে। এছাড়া বিসিকের ডিলারদের সাথে ইজারাদারদের যোগাযোগ করে দেওয়া হয়েছে। বিসিকের ডিলাররা ন্যায্য মূল্যে হাট ইজারাদারদের লবণ বিক্রি করবেন এবং পরবর্তীতে ইজারাদারদের কাছ থেকে পশু ক্রেতারা সেই লবণ কিনবেন।
বিডি প্রতিদিন/এএ