ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কোনাঘাট এলাকায় বৃহস্পতিবার অটোরিকশা ও কাভার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সে গোপালপুর মধ্যপাড়ার সৈয়দ আলীর ছেলে বাচ্চু মিয়া (৮০)।
নিহতের স্ত্রী রেজিয়া খাতুন জানান, সকালে বাচ্চু মিয়া বাজার করতে গোপালপুর গ্রাম থেকে অটোরিকশা দিয়ে কোনাঘাট যাচ্ছিল। পথিমধ্যে কাভার ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সে মারা যায়। পুলিশ লাশ উদ্ধার করে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুদ্দিন আনোয়ার বলেন, সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়ায় বৃদ্ধের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম