ময়মনসিংহের হালুয়াঘাটে বন্যহাতির তাণ্ডব থেকে রক্ষা পেতে স্থানীয়দের তৈরি বৈদ্যুতিক ফাঁদে পড়ে আবু হানিফা (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব গোবরাকুড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক একই এলাকার মৃত খায়রুল ইসলামের পুত্র বলে জানা যায়।
থানা পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মত আজও মাঠে গরু নিয়ে যান নিহত আবু হানিফা। মাঠে ছেড়ে আসা গরুটি হঠাৎ বৈদ্যুতিক ফাঁদে আটকে যায়। বৈদ্যুতিক ফাঁদ থেকে গরুটি উদ্ধার করতে গেলে তাকেও বিদ্যুৎস্পর্শ করে ফেলে। পরে ঘটনাস্থল থেকে তার মৃতদেহ উদ্ধার করে থানা পুলিশকে অবহিত করা হয়।
এ ঘটনার সংবাদ পেয়ে থানা পুলিশ নিহতের লাশ সুরতহাল প্রতিবদেন শেষে থানায় নিয়ে আসে বলে জানান উপ-পুলিশ পরিদর্শক মো. সাইদুজ্জামান।
এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় জানান, এ ঘটনার সংবাদ পেয়ে থানা পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার পূর্বক ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন