বগুড়ায় ঈদুল-আজহা উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের বিকাশে সকল সহশিক্ষা কার্যক্রম এই প্রতিষ্ঠানে রয়েছে। বগুড়ায় মানসম্মত ও অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠানে বিচরণ করছে। শিক্ষার্থীরা সারাদেশের মধ্যে সেরা হয়ে উঠছে বিভিন্ন বিভাগে। শিক্ষকদের সঠিক কর্মপরিবেশই শিক্ষার্থীদের সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে। সেজন্য সকল বিষয়ে সর্বোচ্চ গুরুত্বের সাথে কাজ করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্য অধ্যাপক ডা. শাজাহান আলী। সহকারী শিক্ষক আল আমিনের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক ইয়াছমীন সুলতানা, কলেজ শাখার ইনচার্জ সহকারী অধ্যাপক এএসএম সালাউদ্দিন, কলেজ শাখা শিক্ষক প্রতিনিধি শহিদুল ইসলাম, সিনিয়র শিক্ষক রবিউল করিম।
শেষে প্রধান অতিথি প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী ও অধ্যয়নরত এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন। এর আগে সারাদেশের মধ্যে শ্রেষ্ঠ স্কাউট হওয়ার গৌরব অর্জন করায় দশম শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার ঝলককে উপহার ও ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি।
বিডি প্রতিদিন/এমআই