ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৭২ কেজি গাঁজাসহ ৬ মাদক পাচারকারী গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর ৪টায় উপজেলার ৭নং সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় সেলিম মিয়ার বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এসময় ৬ মাদক পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। এরা হলেন- বিজয়নগর উপজেলার কাশিনগর এলাকার মনা মিয়ার ছেলে সজল মিয়া(৩০), একই এলাকার মজনু মিয়ার ছেলে ফটিক চাঁন (২৮), আবদুর রহমানের ছেলে সেলিম মিয়া (৩৫), নয়নপুর গ্রামের আমির হোসেনের ছেলে মোঃ হাসান মিয়া (৪২), জেলার সদর উপজেলার উলচাপাড়া এলাকার মনু মিয়ার ছেলে আহাদ মিয়া (৩০) ও কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ভৈরবপুর গ্রামের হিয়া মিয়ার ছেলে মাসুম মিয়া (৪৫)।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিপুল পরিমাণ মাদকসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এএম