চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চকরিয়ায় ৯২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গাকে আটক করেছে মালুমঘাট হাইওয়ে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে সড়কের মেধাকচ্চপিয়া এলাকায় চট্টগ্রামমুখি একটি বাসে তল্লাশি চালায় পুলিশ।
এসময় টেকনাফ মোচনি রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের ৬নং ব্লকের লোকমান হাকিমের ছেলে মো. সলিম উল্লাহর লুঙ্গির ভিতর কোমরে মোড়ানো পলিথিন থেকে ৯২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মালুমঘাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মাকসুদ আহাম্মদ বলেন, আটক সলিম উল্লাহর বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা দায়ের পূর্বক আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন