বাগেরহাটের শরণখোলা উপজেলা সদরের খাবার পানির একমাত্র উৎস শতবর্ষী রায়েন্দা পুকুর বাঁচাতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে পুকুরটির পাড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। তুমুল বৃষ্টি উপক্ষো করে রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল, শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতশত শিক্ষার্থী দাঁড়িয়ে যায় মানববন্ধনে। এসময় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিরাও শিক্ষার্থীদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পুকুর ভরাট না করতে প্রধানমন্ত্রী নির্দেশ বাস্তবায়ন ও বাগেরহাট জেলা পরিষদ থেকে অবৈধভাবে পুকুরটির ইজারা বাতিলসহ মার্কেট নির্মাণ বন্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থী ও স্থানীয়রা।
মানববন্ধন কর্মসূচি চলাকালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রায়েন্দা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা এম এ রশিদ আকন, সাংবাদিক শেখ মোহাম্মদ আলী, শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মো. উসমান গণি বলেন, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম মিরাজ ও তাঁতীলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহীন হাওলাদারসহ শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, এর আগে পুকুরটির পূর্বাংশ ভরাট করে জেলা পরিষদ মার্কেট নির্মাণ করেছে। এখন আবার দক্ষিণ অংশে মার্কেট নির্মাণের ইজারা দিয়েছে জেলা পরিষদ। এখানে মার্কেট করা হলে পুকুরটির কোনো অস্তিত্বই থাকবে না। রায়েন্দা বাজারের এই পুকুরটি মিঠা পানির একমাত্র উৎস। হাজার হাজার মানুষ এই পুকুরের ওপর নির্ভরশীল। অথচ জেলা পরিষদ পুকুর ভরাটে প্রধানমন্ত্রী নির্দেশনা উপেক্ষা করে পুকুর রক্ষা না করে ধ্বংসের পাঁয়তারা করছে। অবিলম্বে এই অবৈধ ইজারা বাতিলে দাবি জানাই। যে কোনো মূল্যে পুকুরে মার্কেট নির্মাণ প্রতিহত করা হবে। জেলা পরিষদ ইজারা বাতিল না করলে লাগাতার আন্দোলনের পাশাপাশি আইনের আশ্রয় নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএ