২৬ জুন, ২০২৩ ১৯:০৩

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় নাঈম আহমেদ (২৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। সে বোয়ালী কলেজ পাড়ার রফিকুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, টাঙ্গাইল থেকে আসা একটি সিএনজি বোয়ালী পাম্পের কাছে এসে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলের পেছনে বসে থাকা এক যুবক রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করে। ঢাকায় নেওয়ার পথে বিকেলে তার মৃত্যু হয়।

সখীপুর থানার ওসি মো. রেজাউল করিম বলেন, এ বিষয়ে সখীপুর থানায় কেউ অভিযোগ করে নাই। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর