৩০ জুন, ২০২৩ ২৩:১৬

বিয়ে বাড়িতে গেইটে টাকা দাবি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

ভোলা প্রতিনিধি

বিয়ে বাড়িতে গেইটে টাকা দাবি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

প্রতীকী ছবি

ভোলায় বিয়ে বাড়িতে গেইটে টাকা দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কনে, কনের বাবাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। পরে আহতদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

এদিকে, বরপক্ষ ককটেল ফাটিয় দ্বিতীয় দফা হামলা চালিয়ে কনের বাড়ির চারটি ঘরের দরজা জানালাসহ ঘরের আসবাবপত্র ভাঙচুর করেছে।  ঘটনটি ঘটেছে শুক্রবার (৩০ জুন) দুপুরে ভোলা শহরের ওয়েস্টার্ন পাড়ায়। 

স্থানীয়রা জানান, দুইমাস আগে শহরের মুসলিম পাড়ার জনৈক জাকির হোসেনের ছেলে শরীফের সাথে ওয়েস্টার্ন পাড়ার হারুনের মেয়ে নুপূরের বিয়ে হয়। শুক্রবার আনুষ্ঠানিকভাবে কনেকে তুলে নেওয়ার কথা ছিল। দুপুর ২টার দিকে বরপক্ষ কনের বাড়িতে আসার পর গেইটে তাদের আটকে দিয়ে টাকা দাবি করা হয়। এসময় বরের সাথে আসা লোকজন টাকা না দিয়ে ভিতরে ডুকে পড়ে। এনিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে বরপক্ষ না খেয়ে চলে যায়। 

কিছুক্ষণ পরে দ্বিতীয় দফায় এসে ককটেল ফাটিয়ে হামলা করে এবং কনের বাড়ির চারটি দরজা জানালাসহ ঘরের ভিতরের আসবাবপত্র ব্যাপক ভাঙচুর করে। এ ঘটনায় কনে, কনের বাবাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। ভোলা সদর হাসপাতালে উভয়পক্ষের ৫ জন ভর্তি হয়েছেন বলে স্বজনরা জানিয়েছেন।  


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর