ভাঙ্গায় রোজিনা আক্তার (৩৫) নামক এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। রবিবার দুপুর দেড়টার দিকে ভাঙ্গা থানা পুলিশ তার লাশ ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রাম থেকে উদ্ধার করে। গৃহবধূ রোজিনা আক্তার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামের হাফিজুর রহমানের স্ত্রী ও একই গ্রামের গিয়াসউদ্দিন ফকিরের মেয়ে।
তুজারপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য ও সড়ইবাড়ি গ্রামের বাসিন্দা ওবায়দুর হাওলাদার বলেন, দুই সন্তানকে নিয়ে রোজিনা ভাঙ্গা পৌরসভার ভাঙ্গা টাউনের খন্দকার টাওয়ারে ভাড়া থাকতেন। তার স্বামী হাফিজুর রহমান ঢাকায় ব্যবসা করেন। প্রায় ২০ বছর আগে প্রেম করে তারা বিয়ে করেন।
স্বামী হাফিজুর রহমান বলেন, আমাদের মধ্যে কোনো ঝগড়া হয়নি। শনিবার বিকালেও এক সাথে ঘুরতে বের হয়েছিলাম।আমি রাত ১১টার মধ্যে ঘুমিয়ে পড়ি। সকালে দেখি ঘরে ওড়না পেঁচিয়ে আমার স্ত্রী ঝুলছে। পরে লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাই।
রোজিনার বাবা গিয়াসউদ্দিন ফকির বলেন, মাঝে মাঝে স্বামী ও স্ত্রীর ঝগড়া হতো। তবে মোটের উপর সম্পর্ক ভালো ছিলো। শনিবার রাতে কী হয়েছে এটা বলতে পারবো না।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিয়ারুল ইসলাম বলেন, রোজিনার গলায় দাগ রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে রোজিনার বাবা গিয়াসউদ্দিন ফকির ভাঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।
বিডি প্রতিদিন/এএ