নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে জালাল উদ্দিন মুন্সি নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার(১৪মে) বিকেল পাঁচটার দিকে নীলফামারী রেলস্টেশনে এই ঘটনা ঘটে। শাহ জালাল সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের গুড়গুড়ি গ্রামের কাওসার আলীর ছেলে।
স্থানীয়রা জানান, ঘটনার সময় খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী ‘রুপসা এক্সপ্রেস’ নীলফামারী স্টেশনে ঢোকামাত্র ইঞ্জিনের সামনে লাফিয়ে পড়েন জালাল। এ সময় ট্রেনে কাটা পড়ে ক্ষত বিক্ষত হয়ে পড়েন ওই ব্যক্তি।
সৈয়দপুর জিআরপি থানার অফিসার ইনচার্জ(ওসি) মাহমুদ উন নবী জানান, আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে।
তিনি জানান, আত্মহত্যা করেন ওই ব্যক্তি।
বিডি প্রতিদিন/এএম