গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাহেব বাজার এলাকায় তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বুধবার (১২ জুলাই) দুপুরে উপজেলার সাহেব বাজার এলাকায় তিতাস গ্যাস বিপণন ও বিতরণ চন্দ্রা জোনাল অফিসের কর্মকর্তারা অভিযান চালিয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন করেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে কালিয়াকৈর উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে সাহেব বাজার এলাকায় আহম্মদ প্লাজা, দরবার চাইনিজ রেস্টুরেন্ট ও নুরে আবুল বাশারের ভবনের অবৈধ গ্যাস সংযোগ দিয়ে ব্যবসা করে আসছিল ওই ভবনের মালিকরা। এর আগেও আহমদ প্লাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হলেও ফের সংযোগ দিয়ে ব্যবসা করে আসছিল। সংবাদ পেয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অভিযান চালিয়ে এসময় দুইটি ব্যবসা প্রতিষ্ঠান ও একটি আবাসিক বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় ৩টি সংযোগ বিছিন্ন ও ৬টি রাইজার জব্দ করা হয়।
তিতাস গ্যাস বিপণন ও বিতরণ চন্দ্রা জোনাল অফিসের সহকারি কর্মকর্তা শফিকুল আলম জানান, দুইটি ব্যবসা প্রতিষ্ঠান ও একটি আবাসিক ভবনের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ