শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
চলাচলে দুর্ভোগ, রাস্তায় ধান চারা রোপণ করে প্রতিবাদ
দিনাজপুর প্রতিনিধি
অনলাইন ভার্সন
দিনাজপুরের বীরগঞ্জের গ্রামীণ জনপদের বেশির ভাগ রাস্তা কাঁচা হওয়ায় সামান্য বৃষ্টিতেই কাদা হয়ে যায়। ফলে কাদা-পানিতে চলাচলে এলাকাবাসীসহ পথচারীরা চরম দুর্ভোগে পড়েন। প্রতিবছর বর্ষাকালে এ ধরণের সমস্যা সৃষ্টি হলে সমাধানে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ সংশ্লিষ্টদের। দীর্ঘদিন ধরে রাস্তাগুলি পাকাকরণের দাবি জানিয়ে আসলেও দাবি পূরণ না হওয়ায় দিন দিন এই দুর্ভোগ বাড়ছেই। ফলে ক্ষুদ্ধ হয়ে রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছে স্থানীয়রা।
শনিবার দুপুরে বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভাবকী গ্রামের রহিম বখস উচ্চ বিদ্যালয় হতে ভাবকি জামে মসজিদ যাওয়ার রাস্তায় ধানের চারা রোপণ করেন ক্ষুদ্ধ এলাকাবাসী।
এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষে মোঃ আমীন ইসলাম জানান, দীর্ঘ ৪-৫বছর ধরে এমন বেহাল দশা এই রাস্তার। সামান্য বৃষ্টিতে রাস্তায় কাদা জমে যায়। এতে এলাকাবাসীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী এবং কৃষক প্রতিনিয়ত দুর্ভোগে পড়ে। এসময় রাস্তায় সব প্রকারের যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে বিশেষ করে অসুস্থ রোগীদের ক্ষেত্রে আরও দুর্ভোগে পড়তে হয়। দীর্ঘদিন ধরে এলাকার নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে গিয়ে কোন কাজ হয়নি। তাই নিরুপায় হয়ে প্রতিবাদ জানিয়ে ধারের চারা রোপণ করেছি।
একই কথা জানিয়ে মোঃ মিনারুল ইসলাম জানান, বর্ষাকালে রাস্তায় বৃষ্টির পানি জমে কাদা এবং গর্তে সৃষ্টি হয়। ফলে মানুষ চলাচলে মারাত্মক সমস্যা হয়। বিশেষ করে কৃষি পণ্য পরিবহনে এবং বিদ্যালয়ের শিক্ষার্থী এবং হাট বাজারে যাওয়া পথচারীরা নাজেহাল অবস্থায় পড়ে। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে সাময়িকভাবে সংস্কারের দাবি জানিয়ে কোনো লাভ হয়নি। তাই রাস্তার কাদা-পানিতে ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছি।
এ ব্যাপারে জানতে চাইলে ভোগনগর ইউপি চেয়ারম্যান মোঃ রাজিউর রহমান রাজু বলেন, জনসংখ্যা বাড়ার ফলে ইউনিয়নের প্রতিটি রাস্তায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই আমার ইউনিয়র পরিষদের প্রতিটি সড়ক পাকাকরণের জন্য আবেদন জানিয়েছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট।
বিডি প্রতিদিন/নাজমুল
এই বিভাগের আরও খবর