শিরোনাম
- জলবায়ু অর্থায়নের নামে ভয়াবহ ঋণের ফাঁদ
- চায়ের আড্ডায় টুকুর গণসংযোগ
- মোংলায় লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭০০
- বরিশালের তিন অসহায় নারীর স্বামীকে রিকশা বিতরণ
- নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা
- র্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর ছোড়া গুলি লাগলো গৃহবধূর বুকে
- রোহিঙ্গা ভোটার চিহ্নিত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ ইসির
- প্রেষণে জনবল নিয়োগে বাংলাদেশ ও কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে চুক্তি স্বাক্ষর
- ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : আমিনুল
- গণতন্ত্র উত্তরণের পথ হলো সফল জাতীয় নির্বাচন : মান্না
- ‘হিংসার রাজনীতি করে শেখ হাসিনা বগুড়ার উন্নয়ন করেনি’
- তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান সেলিমের
- একটি দল ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে: তৃপ্তি
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে : মোশাররফ
- কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাশ ১০৮ জন
- আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
- সোমবার সারা দেশে যানবাহন চলবে : পরিবহন শ্রমিক ফেডারেশন
- ব্রিতে নবান্ন উৎসব উদযাপিত
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
চলাচলে দুর্ভোগ, রাস্তায় ধান চারা রোপণ করে প্রতিবাদ
দিনাজপুর প্রতিনিধি
অনলাইন ভার্সন
দিনাজপুরের বীরগঞ্জের গ্রামীণ জনপদের বেশির ভাগ রাস্তা কাঁচা হওয়ায় সামান্য বৃষ্টিতেই কাদা হয়ে যায়। ফলে কাদা-পানিতে চলাচলে এলাকাবাসীসহ পথচারীরা চরম দুর্ভোগে পড়েন। প্রতিবছর বর্ষাকালে এ ধরণের সমস্যা সৃষ্টি হলে সমাধানে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ সংশ্লিষ্টদের। দীর্ঘদিন ধরে রাস্তাগুলি পাকাকরণের দাবি জানিয়ে আসলেও দাবি পূরণ না হওয়ায় দিন দিন এই দুর্ভোগ বাড়ছেই। ফলে ক্ষুদ্ধ হয়ে রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছে স্থানীয়রা।
শনিবার দুপুরে বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভাবকী গ্রামের রহিম বখস উচ্চ বিদ্যালয় হতে ভাবকি জামে মসজিদ যাওয়ার রাস্তায় ধানের চারা রোপণ করেন ক্ষুদ্ধ এলাকাবাসী।
এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষে মোঃ আমীন ইসলাম জানান, দীর্ঘ ৪-৫বছর ধরে এমন বেহাল দশা এই রাস্তার। সামান্য বৃষ্টিতে রাস্তায় কাদা জমে যায়। এতে এলাকাবাসীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী এবং কৃষক প্রতিনিয়ত দুর্ভোগে পড়ে। এসময় রাস্তায় সব প্রকারের যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে বিশেষ করে অসুস্থ রোগীদের ক্ষেত্রে আরও দুর্ভোগে পড়তে হয়। দীর্ঘদিন ধরে এলাকার নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে গিয়ে কোন কাজ হয়নি। তাই নিরুপায় হয়ে প্রতিবাদ জানিয়ে ধারের চারা রোপণ করেছি।
একই কথা জানিয়ে মোঃ মিনারুল ইসলাম জানান, বর্ষাকালে রাস্তায় বৃষ্টির পানি জমে কাদা এবং গর্তে সৃষ্টি হয়। ফলে মানুষ চলাচলে মারাত্মক সমস্যা হয়। বিশেষ করে কৃষি পণ্য পরিবহনে এবং বিদ্যালয়ের শিক্ষার্থী এবং হাট বাজারে যাওয়া পথচারীরা নাজেহাল অবস্থায় পড়ে। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে সাময়িকভাবে সংস্কারের দাবি জানিয়ে কোনো লাভ হয়নি। তাই রাস্তার কাদা-পানিতে ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছি।
এ ব্যাপারে জানতে চাইলে ভোগনগর ইউপি চেয়ারম্যান মোঃ রাজিউর রহমান রাজু বলেন, জনসংখ্যা বাড়ার ফলে ইউনিয়নের প্রতিটি রাস্তায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই আমার ইউনিয়র পরিষদের প্রতিটি সড়ক পাকাকরণের জন্য আবেদন জানিয়েছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট।
বিডি প্রতিদিন/নাজমুল
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর