১৫ জুলাই, ২০২৩ ২২:২৮

ডোবায় পড়ে শিশুর মৃত্যু

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

ডোবায় পড়ে শিশুর মৃত্যু

টাঙ্গাইলের সখীপুরে পরিত্যক্ত ডোবায় পড়ে মো. আবরার আহীল নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। সে সখীপুর পৌর ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক সিজারুল ইসলাম সিজারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, খেলতে খেলতে বাসার পাশে পরিত্যক্ত ডোবায় পরে আবরার আহীল। খোঁজাখোঁজি পর তাকে ওই ডোবায় থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার ওই শিশুকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ওই শিশুর পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর