১৬ জুলাই, ২০২৩ ১৮:৪৫

বাগেরহাটে ৭ ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে ৭ ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

বাগেরহাট শহরে এক রাতে দুটি মার্কেটের সাতটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি হয়েছে। সংঘবদ্ধ চোরের দল এসব দোকানের শার্টারের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে মালামাল নিয়ে গেছে বলে দাবি ব্যবসায়ীদের। শনিবার গভীর রাতে বাগেরহাট শহরের কাজী নজরুল ইসলাম সড়কের হাজী শামসুদ্দিন প্লাজা ও জ্যাকসন সুপার মার্কেটে এই চুরির ঘটনা ঘটে। 

চুরি হওয়া ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- জ্যাকসন সুপার মার্কেটের রাউন্ড ফ্যাশন, গোল্ড কর্ণার, স্মার্ট চয়েস, ওয়ান নাইনটি নাইন এবং হাজী শামসুদ্দিন প্লাজার পারিজাত গার্মেন্টস, রুবাব ফ্যাশন এবং সুরুচি গার্মেন্টস। 
পারিজাত গার্মেন্টসের মালিক মো. মাহবুবুল আলম কাজল জানান, শনিবার রাতে চোরের দল আমার দোকানের সার্টার ভেঙ্গে ভেতরে ঢুকে ক্যাশবাক্স ভেঙে নগদ টাকা নিয়ে গেছে। তবে তারা কোন পোশাক নেয়নি। ব্যবসায়ী শারমিন বেগম জানান, চোরেরা ক্যাশবাক্স ভেঙে সোনার গহনা ও নগদ টাকা নিয়ে গেছে।
হাজী শামসুদ্দিন প্লাজার মালিক ও পোশাক ব্যবসায়ি শেখ বশিরুল ইসলাম জানান, শনিবার গভীর রাতে শহরের প্রাণকেন্দ্রে পাশাপাশি দুটি মার্কেটের চারটি পোশাক ও তিনটি কসমেটিকস মিলে মোট সাতটি দোকান চুরি হয়েছে। প্রতিটি দোকানের শার্টারের তালা না ভেঙ্গে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মালামাল নিয়ে গেছে। ব্যবসা প্রতিষ্ঠানের সুরক্ষা নিশ্চিত করতে রাতে পুলিশের টহল জোরদার করার দাবি জানান এই ব্যবসায়ী।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম জানান, সকালে শহরের দুটি মার্কেটের সাতটি দোকানের শার্টার ভেঙ্গে চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই মার্কেট দুটিতে কোন সিসি ক্যামেরা নেই, নিজস্ব পাহারার ব্যবস্থা নেই। সংঘবদ্ধ চোরের দলকে শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর