প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শান্তি ও উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার লক্ষ্যে কিশোরগঞ্জে শোভাযাত্রা করেছে জেলা আওয়ামী লীগ। আজ বুধবার বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম. এ আফজলের নেতৃত্বে অনুষ্ঠিত শোভাযাত্রায় দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণি পেশার হাজারো মানুষ অংশ নেন।
তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত উন্নয়ন কর্মকাণ্ড এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শেখ হাসিনার অধীনে অনুষ্ঠানের লক্ষ্যে বিভিন্ন স্লোগান দেন।বিডি প্রতিদিন/এএ