ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর বিসিক এলাকায় সড়ক দুর্ঘটনায় হালিমা খাতুন (৩৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এসময় তার ৪ বছরের সন্তান আর্নিফা গুরুতর আহত হয়েছে। নিহত হালিমা খাতুন ফেনী শহরের পশ্চিম রামপুরের আমির হোসেনের স্ত্রী।
পুলিশ জানায়, একটি দ্রুতগামী বাসের ধাক্কায় মা ও মেয়ে গুরুতর আহত হয়। তাদের ফেনী জেনারেল হাসপাতালে নেয়ার পর আশংকাজনক অবস্থায় হালিমা খাতুনকে চট্টগ্রাম নিয়ে যাওয়ার পথে চট্টগ্রামের বারইয়ার হাটে তার মৃত্যু হয়। আর্নিফাকে ফেনীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম