পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে দেশটির পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। ভূপাতিত এসব ভারতীয় যুদ্ধবিমানের তিনটিই ভারতীয় বিমান বাহিনীর রাফাল ফাইটার জেট।
বুধবার পাকিস্তানভিত্তিক গণমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পাকিস্তানি সামরিক বাহিনীর মুখপাত্র জানান, ভূপাতিত এসব ভারতীয় যুদ্ধবিমানের মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল, একটি রাশিয়ার তৈরি সু-৩০ ও অন্যটি মিগ-২৯ যুদ্ধবিমান। সু-৩০ ও মিগ-২৯ যুদ্ধবিমান সোভিয়েত আমলে তৈরি। এছাড়াও একটি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে পাকিস্তান।
পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।
আইএসপিআর মহাপরিচালক উল্লেখ করেছেন, সমস্ত ভারতীয় বিমান তাদের আকাশসীমায় গুলি করে ভূপাতিত করা হয়েছে।
পাকিস্তানের এই প্রধান সামরিক মুখপাত্রের মতে, কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর বর্তমানে তীব্র গুলি বিনিময় চলছে। তিনি আরও নিশ্চিত করেছেন, পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) সমস্ত বিমান নিরাপদ রয়েছে।
এর আগে মঙ্গলবার রাতে পাকিস্তানের ৯টি জায়গায় ‘অপারেশন সিন্দুর’ অভিযান নামে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে। অপরদিকে, এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী বলছে, পাকিস্তানি বাহিনীর গোলাবর্ষণে তিনজন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।
সূত্র : জিও নিউজ।
বিডি-প্রতিদিন/বাজিত