ভারত ও পাকিস্তান যুদ্ধে জড়ানোর প্রভাবে বাংলাদেশের শেয়ারবাজারে ধস নেমেছে। আতঙ্কে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা মাত্রাতিরিক্ত বিক্রির চাপ বাড়ানোর কারণে এক দিনেই সূচক কমেছে প্রায় ১৫০ পয়েন্ট। আর বাজার মূলধন কমেছে ১০ হাজার কোটি টাকার বেশি। গতকাল দুই স্টক এক্সচেঞ্জে প্রায় সবকটি প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে। মূল্যসূচকের বড় পতন হয়েছে। পাশাপাশি কমেছে লেনদেনের গতি। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৯৬ দশমিক ৪৯ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। এতে প্রধান মূল্যসূচক কমেছে ৩ শতাংশ। ডিএসইর বাজার মূলধন কমেছে ১০ হাজার কোটি টাকা। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) বড় দরপতন হয়েছে। শেয়ারবাজার সংশ্লিষ্টরা বলছেন, ভারত ও পাকিস্তানের সংঘাতের কারণে উপমহাদেশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যার প্রভাব পড়েছে দেশের শেয়ারবাজারে। বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক দেখা দেওয়ায় শেয়ার বিক্রির চাপ বেড়ে বড় দরপতন হয়েছে। দিনের লেনদেন শেষে সব খাত মিলে ডিএসইতে ৩৮৫ কোম্পানির শেয়ার দর কমেছে। বিপরীতে মাত্র ৯টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। আর পাঁচটির দাম অপরিবর্তিত রয়েছে। এভাবে ঢালাও দরপতন হওয়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৪৯ পয়েন্ট কমে ৪ হাজার ৮০২ পয়েন্টে দাঁড়িয়েছে। সবকটি মূল্যসূচক কমার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৫১৬ কোটি ৪৬ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৫৪৯ কোটি ৭৪ লাখ টাকা। সে তুলনায় লেনদেন কমেছে ৩৩ কোটি ২৮ লাখ টাকা। লেনদেনের শীর্ষে ছিল এনআরবি ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ৩৭ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে বিচ হ্যাচারির শেয়ার লেনদেন হয়েছে ৩৩ কোটি ৯১ টাকার। ৩১ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংক। অন্যদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ২৭০ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২১৭ প্রতিষ্ঠানের মধ্যে ২০টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৮৭টির এবং ১০টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৬ কোটি ৫২ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১১ কোটি ৮৮ লাখ টাকা।
শিরোনাম
- পাকিস্তানের চার বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িক স্থগিত
- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা, নিহত ৫
- বন্ধ ভারতের ২০টিরও বেশি বিমানবন্দর
- কুলাউড়ায় ব্যবসায়ী কল্যাণ সমিতির শপথ গ্রহণ
- কৈফিয়ত কিংবা বাস্তবতা
- পঞ্চগড়ে রেষম চাষের প্রশিক্ষণ শুরু
- ফকিরহাটে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে সাহিত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত
- চাঁদপুরে ভোক্তার অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
- চট্টগ্রাম বন্দরে টার্মিনাল নির্মাণে ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে ডেনমার্ক
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত
- ‘কৃষক লিগ’ নয়, ইউরোপ জয়ের পথে পিএসজি!
- বেলকুচিতে এ্যালকোহল পানে দুজনের মৃত্যু
- বাবাকে হত্যার পর ৯৯৯-এ কল দিয়ে পুলিশে জানালেন মেয়ে
- আবদুল হামিদের সঙ্গে আরও দেশ ছাড়লেন যারা
- ভারতের টেস্ট দলের অধিনায়ক কে হচ্ছেন?
- চাঁপাইনবাবগঞ্জে নিজ বাড়ি থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- হারানো মোবাইল উদ্ধার করে মালিককে ফেরত দিল পুলিশ
- ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা পরিহারের আহ্বান চীনা রাষ্ট্রদূতের
- ভিসি ভবনে তালা, ৪ দাবিতে জবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
- টেবিলের শীর্ষে চোখ পাঞ্জাবের, টিকে থাকার লড়াইয়ে দিল্লি
প্রকাশ:
০০:০০, বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫
আপডেট:
০২:০৩, বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫
বড় দরপতন শেয়ারবাজারে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর