ভারত ও পাকিস্তান যুদ্ধে জড়ানোর প্রভাবে বাংলাদেশের শেয়ারবাজারে ধস নেমেছে। আতঙ্কে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা মাত্রাতিরিক্ত বিক্রির চাপ বাড়ানোর কারণে এক দিনেই সূচক কমেছে প্রায় ১৫০ পয়েন্ট। আর বাজার মূলধন কমেছে ১০ হাজার কোটি টাকার বেশি। গতকাল দুই স্টক এক্সচেঞ্জে প্রায় সবকটি প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে। মূল্যসূচকের বড় পতন হয়েছে। পাশাপাশি কমেছে লেনদেনের গতি। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৯৬ দশমিক ৪৯ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। এতে প্রধান মূল্যসূচক কমেছে ৩ শতাংশ। ডিএসইর বাজার মূলধন কমেছে ১০ হাজার কোটি টাকা। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) বড় দরপতন হয়েছে। শেয়ারবাজার সংশ্লিষ্টরা বলছেন, ভারত ও পাকিস্তানের সংঘাতের কারণে উপমহাদেশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যার প্রভাব পড়েছে দেশের শেয়ারবাজারে। বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক দেখা দেওয়ায় শেয়ার বিক্রির চাপ বেড়ে বড় দরপতন হয়েছে। দিনের লেনদেন শেষে সব খাত মিলে ডিএসইতে ৩৮৫ কোম্পানির শেয়ার দর কমেছে। বিপরীতে মাত্র ৯টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। আর পাঁচটির দাম অপরিবর্তিত রয়েছে। এভাবে ঢালাও দরপতন হওয়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৪৯ পয়েন্ট কমে ৪ হাজার ৮০২ পয়েন্টে দাঁড়িয়েছে। সবকটি মূল্যসূচক কমার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৫১৬ কোটি ৪৬ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৫৪৯ কোটি ৭৪ লাখ টাকা। সে তুলনায় লেনদেন কমেছে ৩৩ কোটি ২৮ লাখ টাকা। লেনদেনের শীর্ষে ছিল এনআরবি ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ৩৭ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে বিচ হ্যাচারির শেয়ার লেনদেন হয়েছে ৩৩ কোটি ৯১ টাকার। ৩১ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংক। অন্যদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ২৭০ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২১৭ প্রতিষ্ঠানের মধ্যে ২০টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৮৭টির এবং ১০টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৬ কোটি ৫২ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১১ কোটি ৮৮ লাখ টাকা।
শিরোনাম
- ঐকমত্যে পৌঁছে ৩০ জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ : আলী রীয়াজ
- হবিগঞ্জে শিক্ষার মানোন্নয়নে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার মতবিনিময়
- শতবর্ষী মাহাথির ক্লান্তিজনিত কারণে হাসপাতালে ভর্তি
- পরশুরামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে কোস্ট গার্ডের ত্রাণসামগ্রী বিতরণ
- ৭ মামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- ইতালির বিমানবন্দরে বিমানের ইঞ্জিনে ঝাঁপিয়ে মৃত্যু
- মানিকগঞ্জে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড
- ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যায় আরও দুই আসামি গ্রেফতার
- হবিগঞ্জে সংঘর্ষের ছয় দিন পর আহত রিমনের মৃত্যু
- মোদিকে আম উপহার পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা
- কার্বন ডাই–অক্সাইড ও তাপমাত্রা বৃদ্ধিতে ফসলে পুষ্টিহানি
- মুকসুদপুরে সড়ক সংস্কারের দাবিতে স্থানীয়দের মানববন্ধন
- মহাবিশ্বের গহ্বরে আটকে আছে পৃথিবী? সম্প্রসারণ বাড়ছে দ্রুতগতিতে
- আজ থেকে সারা দেশে চিরুনি অভিযান
- পাকিস্তানের সঙ্গে শিল্প চুক্তি স্বাক্ষর রাশিয়ার
- অগণতান্ত্রিক অপশক্তির প্রধান টার্গেট তারেক রহমান
- সোহাগ হত্যার তদন্তে বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট
- অবশেষে দাদির কোলে ফিরলো হারিয়ে যাওয়া শিশু রোজামনি
- প্যারিসের প্রেমের সেতুতে তালা দিলেন মেহজাবীন
- সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়িয়ে প্রজ্ঞাপন
প্রকাশ:
০০:০০, বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫
আপডেট:
০২:০৩, বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫
বড় দরপতন শেয়ারবাজারে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর