জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, পাকিস্তান ও ভারতের মধ্যে উদ্ভূত পরিস্থিতি শুধু দুই দেশের সীমান্তে সীমাবদ্ধ কোনো বিষয় নয়; এটি আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তাও হুমকির মুখে ফেলতে পারে। যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয়। কূটনৈতিক উদ্যোগ, সংলাপ এবং পারস্পরিক আস্থা ও সহযোগিতা নির্মাণই এই অঞ্চলের শান্তি ও উন্নয়নের একমাত্র পথ। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি তিনি এসব কথা বলেন।
আ স ম আবদুর রব বলেন, বর্তমান বিশ্ব এমন এক সন্ধিক্ষণে অবস্থান করছে, যেখানে দ্বিপক্ষীয় সংঘাত শুধু সীমান্তে সীমাবদ্ধ থাকে না তা মানবতা। অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রজন্মের শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়। দুই দেশের সংঘাতে পরিস্থিতি জটিল আকার ধারণ করার পূর্বেই আমরা সব পক্ষকে সংযম প্রদর্শন এবং মানবিক বিবেচনায় উত্তেজনা প্রশমনের আহ্বান জানাই। যুদ্ধ নয় সম্প্রীতি, সহাবস্থান এবং ন্যায়ের ভিত্তিতে সমাধানই আমাদের প্রত্যাশা।