২৫ জুলাই, ২০২৩ ১৪:৫৩

খাগড়াছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি

‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ স্লোগানে খাগড়াছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৩ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার খাগড়াছড়ি জেলা মৎস্য কার্যালয় হতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি শুরু হয়ে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে গিয়ে র‌্যালিটি শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার সভাপতিত্ব করেন জেলা পরিষদ সদস্য ও কমিটির আহ্বায়ক শতরুপা চাকমা। স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. আরিফ হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারত প্রত্যাগত ও উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা (এমপি)। 

তিনি বলেন, বর্তমান সরকার দেশের মানুষের স্বাস্থ্য নিয়ে চিন্তা করে। কারণ, স্বাস্থ্যই সকল সুখের মূল। সুস্থ শরীর ও স্বাস্থ্য ঠিক না থাকলে সেই শিক্ষায় বাঁধা এবং নেতৃত্ব দেওয়ার শক্তি পাবে না। সেই জাতি কিভাবে নিজেকে বা দেশকে রক্ষা করবে। এক সময় এই দেশ মাছে সমৃদ্ধ ছিল। মাঝখানে সেটি হারিয়ে যেতে বসেছিল। কিন্তু বর্তমান সরকারের অভাবনীয় চিন্তায় মাছে দেশ এখন দ্বিগুণ সমৃদ্ধ হয়েছে। বেকারত্ব দূর হয়েছে এবং দেশে মাছের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনে অবদান রাখছে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার তৌফিকুল আলম, জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, সদর উপজেলার চেয়ারম্যান মো. শানে আলমসহ সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর