২৫ জুলাই, ২০২৩ ১৬:৫১

পঞ্চগড়ে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

পঞ্চগড়ে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

পঞ্চগড়ে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে বেলুন উড়িয়ে নানা কর্মসূচির উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান।

জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য সড়ক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আজাদ জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক রিয়াজউদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা শাহনেওয়াজ সিরাজী প্রমুখ। সড়ক র‌্যালিও আলোচনা সভায় বিভিন্ন উপজেলার মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন। আগামী ৩১ জুলাই পর্যন্ত মৎস্য সপ্তাহ উদযাপিত হবে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর