নানা আয়োজনের মধ্যে দিয়ে মৌলভীবাজারে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, প্রশিক্ষণার্থীদের মধ্যে যাতায়াত ভাতা ও সনদপত্র বিতরণ করা হয়।
সহকারী পরিচালক ইকবাল নাছির এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক প্রভাংশু সোম মহান, চাঁদনীঘাট ইউপি চেয়ারম্যান ও যুব নেতা আক্তার হোসেন, হাকালুকি যুব সাহিত্য পরিষদের সভাপতি হোসাইন আহমদ, প্রশিক্ষণার্থী ফজলুর রহমান ও আছমা বেগম।
এছাড়া উপস্থিত ছিলেন যুব প্রশিক্ষণ সেন্টারের কো-অর্ডিনেটর মো: রফিকুল ইসলাম, কম্পিউটার প্রশিক্ষক হাসান উজ্জামান, সদর উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার অমলেন্দু দাশসহ বিভিন্ন ট্রেডের প্রশিক্ষক ও যুব উন্নয়নের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, যে কোন দেশের যুব সমাজ সেই দেশের বড় শক্তি। যুব সমাজই একটি দেশের অর্থসামাজিক উন্নয়নের মূল চালিকা শক্তি। দেশকে এগিয়ে নিতে হলে যুব সমাজকে দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে।
বিডি প্রতিদিন/এএ