১৪ আগস্ট, ২০২৩ ১৭:২৮

নাটোরে পৃথক ঘটনায় ২ নারীর মৃত্যু

নাটোর প্রতিনিধি:

নাটোরে পৃথক ঘটনায় ২ নারীর মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে একই দিনে পৃথক স্থানে মাটির দেয়ালে চাপা পড়ে ও গোসল করতে গিয়ে নদীতে ডুবে দুই নারীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের জালশুকা গ্রামে নিজ বাড়িতে মাটির দেয়াল ভেঙ্গে দেহের উপর পড়লে তাতে ঘটনাস্থলে মারা যায় গৃহবধূ আম্বিয়া খাতুন (৫০)। সে ওই গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী আব্দুর রহমান প্রামাণিকের স্ত্রী। 

অপরদিকে একই সময় উপজেলার জোয়াড়ি ভবানীপুর স্লুইস গেইট এলাকায় বড়াল নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় গৃহবধূ উর্মি খাতুন (১৯)। তিন ঘন্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা তার লাশ উদ্ধার করে। নিহত উর্মি ওই এলাকার রাজমিস্ত্রি মিনাউল ইসলামের স্ত্রী। উর্মির ৬ মাসের এক শিশু সন্তান রয়েছে।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, নিজ ঘরের মাটির দেয়াল লেপার সময় তা ভেঙ্গে ওই গৃহবধূর উপর পড়লে তার মৃত্যু হয়। অপরদিকে জোয়াড়ি ইউপি চেয়ারম্যান আলী আকবর জানান, অতি বৃষ্টিতে নদীতে নামার পর শাড়িতে পা আটকে গেলে সে ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে।  

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর