বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। সকালে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয় ও আওয়ামী লীগ অফিস চত্বরে জাতীয় ও কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জাতীয় শোক দিবসের কার্যক্রম শুরু হয়।
এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারসহ নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন, জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন, পুলিশ সুপার কে এম আরিফুল হক, জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান টুকুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সরকারী বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি শেষে একটি শোক র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে স্বাধীনতা উদ্যানে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/নাজমুল