জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস বরগুনায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করা হয়। সকাল সাড়ে আটটায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বরগুনা-১ আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার,মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, জেলা পরিষদ, পৌরসভা, প্রেসক্লাবসহ, পেশাজীবী ও রাজনৈতিক দল এবং সামাজিক সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়।
সকাল ৯ টায় শোক র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বরগুনা জেলা প্রশাসক রফিকুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা ১ আসনের সংসদ সদস্য এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ।
বিডি প্রতিদিন/নাজমুল