জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শোক র্যালি করেছে আওয়ামী লীগ। মঙ্গলবার দুপুরে শহরের ট্র্যাফিক পয়েন্টে থেকে র্যালিটি বের হয়। এতে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট ও সাধারণ সম্পাদক নোমান বখত পলিন।
এর আগে পৌরসভা চত্বর ও দলীয় কার্যালয়ের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী। পরে ট্র্যাফিক পয়েন্ট থেকে শোক র্যালি নিয়ে শহর প্রদক্ষিণ করেন নেতাকর্মীরা।
এতে আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, উপজেলা চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক, আওয়ামী লীগ নেতা হাজী আবুল কালাম, শংকর চন্দ্র দাস, শামসুল আবেদীন, জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান জামান সেন্টু, যুগ্ম আহ্বায়ক খন্দকার মঞ্জুর আহমদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল