নরসিংদীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জয়বাংলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুখ খান, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ডা: নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ আওয়ামী লীগ নেতাসহ বিভিন্ন প্রতিষ্ঠান।
এছাড়া জেলার সকল উপজেলা ও পৌরসভায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শুভেচ্ছা জানান সংশ্লিষ্ট উপজেলা পরিষদ চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তাসহ হাজারো জনতা।
বিডি প্রতিদিন/নাজমুল