কুমিল্লার লাকসামে আজ মঙ্গলবার লাকসাম উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সহযোগিতায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটোরিয়ামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কোরআনখানি, মিলাদ-মাহফিল ও শোকসভা পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, যুদ্ধকালীন প্লাটুন কমান্ডার মনোহর আলী তোতা, সাবেক কমান্ডার আবদুল বারী মজুমদার, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস মিয়া, সিরাজ মিয়া, আবু ইউসুফ মজুমদার, ইউনুস মিয়া, আবদুর রহিম, আবদুর রহমান, মোঃ কলিমুল্লাহ, আলী আশ্রাফ গার্ড, আবুল হাসেম, ডাঃ ফয়েজ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি জাহিদ হাসান রিপন, সাধারণ সম্পাদক এটিএম নুরুল হুদা রাজু, যুগ্ম-সাধারণ সম্পাদক মোজাম্মেল হক আলম, মুন্না, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন সুজন।
বিডি প্রতিদিন/নাজমুল