জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজবাড়ীতে তার প্রতিকৃতিতে বিচার বিভাগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় রাজবাড়ীর বঙ্গবন্ধু চত্বরে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধুর প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাজবাড়ী জেলা ও দায়রা জজ মোছা. জাকিয়া পারভীনসহ অন্য বিচারকবৃন্দ।
এর আগে রাজবাড়ী জজ কোর্ট থেকে বিচারকবৃন্দ ও আদালতের কর্মকর্তা-কর্মচারীরা একটি শোক র্যালি বের করেন।
পরে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে শোক দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সিনিয়র সহকারী জজ মোহাম্মদ মিলন আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মোছা. জাকিয়া পারভীন। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ জান্নাতুন লিলিফা আকতার, সৈয়দ সিরাজ জিন্নাত, যুগ্ম জেলা ও দায়রা জজ ইমদাদুল হক, মোহাম্মদ শাহিনুর হোসেন, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চৌধুরী মো. মাহবুবুর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/কালাম