বরিশালে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, শোক র্যালি এবং পৃথক আলোচনা সভার মধ্য দিয়ে সরকারি- বেসরকারিভাবে দিবসটি পালন করা হয়।
১৫ আগস্ট প্রথম প্রহরে নগরীর সদর রোডের আওয়ামী লীগ দলীয় কার্যালয় চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন বর্তমান সিটি মেয়র সাদিক আবদুল্লাহ।
পরে পর্যায়ক্রমে জেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামী লীগ ও ৩০টি ওয়ার্ড আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন ও শ্রেণি পেশার মানুষ বঙ্গবন্ধু ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় দলীয় কার্যালয় চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন সিটি কপোরেশনের নব নির্বাচিত মেয়র আবুল খায়ের খোকন সেরনিয়াবাতসহ অন্যরা। (সাদিক আব্দুল্লাহর মেয়াদকাল শেষ হয়নি। শপথ নিলেও এখনো তাই কার্যত মেয়রের দায়িত্ব নেননি তার চাচা খোকন সেরনিয়াবাত। চলতি বছরের নভেম্বরের মাঝামাঝি আনুষ্ঠানিকভাবে মেয়রের দায়িত্ব নিতে পারেন তিনি।)
সকাল ৮ টায় সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।
সকাল সাড়ে ১০টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলের শ্রদ্ধা নিদেন করেন বিভাগীয় কমিশনার মো. শওকত আলী, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, ডিআইজি জামিল হাসান, জেলা প্রশাসক শহিদুল ইসলাম ও পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে সকাল সাড়ে ১১ টায় সদর রোডের দলীয় কার্যালয় চত্বর থেকে একটি বিশাল শোক র্যালি বের করে জেলা ও মহানগর আওয়ামী লীগ। সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ, জেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীর এবং জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তালুদকার মো. ইউনুসের নেতৃত্বাধীন র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফের দলীয় কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।
বিডি প্রতিদিন/নাজমুল