শার্শা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৫ মাদক কারবারিকে আটক করেছে। এ সময় তাদের নিকট থেকে ৫১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মঙ্গলবার সকালে উপজেলার শ্যামলাগাছি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন সুমন মোল্লা, মিতুল হোসেন, আল ইমরান হোসেন, সাকিব, একরামুল।
শার্শা থানার অফিসার ইনচার্জ এসএম আকিকুল ইসলাম জানান, আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএ