লক্ষ্মীপুরে ফুলেল শ্রদ্ধায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জানানো হয়।
সকাল সাড়ে ৯টায় জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গনে জেলা প্রশাসন, পুলিশ সুপার, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা কমান্ড, প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। পরে জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এড. নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা প্রশাসক সুরাইয়া জাহান, পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপু।
এছাড়া জেলা ও উপজেলায় শোক দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কাঙ্গালিভোজ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল