১৫ আগস্ট, ২০২৩ ২০:৩০

ঝালকাঠিতে নানা আয়োজনে শোক দিবস পালিত

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে নানা আয়োজনে শোক দিবস পালিত

ঝালকাঠিতে মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগ। 

পরে শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি। 

জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে বক্তব্য রাখেন (ভিডিও কনফারেন্সে) ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলম। 

এদিকে, শোক দিবস উপলক্ষে ঝালকাঠি পৌরসভা, সদর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এছাড়াও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করে। 

দিনব্যাপী বিভিন্ন সংগঠনের উদ্যোগে শোক দিবসের নানা কর্মসূচি পালিত হয়েছে।

অপরদিকে, রাজাপুরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বড়ইয়া ইউনিয়নে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. এএইচ এম খাইরুজ্জামান সরফরাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খান সাইফুল্লাহ পনির, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনির, ঝালকাঠি জেলা আওয়ামী লীগর সদস্য শিক্ষাবিদ ফাতিনাজ ফিরোজসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর