গাজীপুরের শ্রীপুরে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শ্রীপুর পৌর এলাকার কেওয়া খাদিজাতুল কুবরা (রাঃ) মহিলা ফাজিল মাদরাসা প্রাঙ্গণে শ্রীপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শ্রীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ নুরে আলম মোল্লার সঞ্চালনায় আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. শামসুল আলম প্রধান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমু, সাধারণ সম্পাদক অ্যাড. হারুন অর রশিদ ফরিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক আমজাদ হোসেন ও মাসুদ আলম ভাঙ্গী, সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুল্লাহ্, শিক্ষা ও মানব সম্পদক বিষয়ক সম্পাদক অ্যাড. কামাল ফকির প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ