চট্টগ্রাম থেকে বরিশালগামী একটি বাস তল্লাশি করে সাড়ে ৩ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের নগরীর চৌমাথা বাজার এলাকায় এই অভিযান চালায় তারা।
আটক দুই জন হল, নগরীর ৫ নম্বর ওয়ার্ডের বেলতলা এলাকার মো. হেলাল হোসেন (২৫) ও ৬ নম্বর ওয়ার্ড চরমোনাই ট্রলারঘাট এলাকার মো. সেন্টু খান (৩০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক মো. এনায়েত হোসেন জানান, চট্টগ্রাম থেকে বরিশালগামী একটি বাসে বিপুল পরিমান ইয়াবার চালান বরিশাল আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি দল বরিশাল-ঢাকা মহাসড়কের চৌমাথা এলাকায় অভিযান চালায়। বাসটি চৌমাথায় পৌঁছলে অভিযান পরিচালনাকারীরা বাসটি তল্লাশী চালিয়ে সাড়ে ৩ হাজার পিস ইয়াবাসহ ওই ২ যাত্রীকে আটক করে।
সহকারী পরিচালক আরও জানান, আটক দুই জনের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরন করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম