২৪ আগস্ট, ২০২৩ ১৪:৪১

রংপুরে যুবলীগের উদ্যোগে এতিম ছাত্রীদের মাঝে খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে যুবলীগের উদ্যোগে এতিম ছাত্রীদের মাঝে খাবার বিতরণ

বঙ্গবন্ধুসহ তার পরিবারের নিহত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে কোরআন খতম, দোয়া মাহফিল ও এতিম ছাত্রীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে নগরীর সামসুন্নহার বালিকা মাদ্রাসা মিলনায়তনে জেলা যুবলীগের ব্যানারে এ কর্মসূচী পালন করেন রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি। এ সময় বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন রংপুর মডেল মসজিদের ইমাম ও মাদ্রাসার পরিচালক মাওলানা জাহেদুল ইসলাম। 

এসময় উপস্থিত ছিলেন, রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শামীম সর্দার, রংপুর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, সাবেক ছাত্রলীগ নেতা মোস্তফা পারভেজ জিয়ন, মেরিনুল মর্তুজা মেরিন, মোক্তার এলাহি মুরাদ, আব্দুস সোবহান, আশিকুর রহমান আশিক, প্রশান্ত মহন্ত, যুবলীগনেতা মাহমুদুর রহমান অভি, খায়রুল পারভেজ পলাশ, জাবেদ আহমেদ, লতিফুর রহমান বিদ্যুৎ, মাহমুদ হাসান শাওন, রেজাউল করিম রেজা প্রমুখ।  

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর