২৬ আগস্ট, ২০২৩ ১৯:১০

ট্রেনের ধাক্কায় ভটভটি চালকের পা বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

ট্রেনের ধাক্কায় ভটভটি চালকের পা বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের ফতুল্লায় কমলাপুরগামী একটি ট্রেনের সঙ্গে ভটভটির সংঘর্ষ হয়েছে। দুর্ঘটনায় ভটভটি চালকরে একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে স্থানীয়রা। এছাড়া ট্রেনের তেলের ট্যাংকি ফেটে গেছে গিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।  

শনিবার বিকাল সোয়া ৩টায় ফতুল্লার দাপা শিহাচর এলাকায় শাহজাহান রোলিং মিলের সামনে ভটভটিটি রেললাইনের ওপর উঠে থেমে যায়। ও-ই সময় চলন্ত ট্রেন এসে ভটভটিকে ধাক্কা দিলে ও-ই দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফতুল্লার শাজাহান রোলিং মিলের সামনে একটি রেলাইন ক্রসিং রয়েছে। সেখানে ক্রসিং এ রেললাইনের ওপর একটি ভটভটি উঠে যায়। কিন্তু ভটভটিটি সিমেন্ট বোঝাই থাকায় রেলাইনের ওপর থেকে বেশী ওজনের কারণে সরাতে পারছিল না চালক। ওই সময় নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা চলন্ত একটি ট্রেনে এসে খুব জোরে ধাক্কা দেয় রেলাইনের ওপর থাকা ভটভটিটিকে। এতে বিকট শব্দে চালকসহ অনেকটা দূরে ছিটকে পড়ে ভটভটি। ভটভটির আঘাত লাগে ট্রেনের ট্যাংকি ফেটে তেল পড়তে শুরু করে। তখন ট্রেনটি দুর্ঘটনাস্থলেই থেমে যায়।  এদিকে ভটভটির চালক চেষ্টা করছিলেন রেললাইন থেমে যাওয়া ভটভটিকে সরাতে। দুর্ঘটনায় চালকের একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত চালকের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।                     

এ বিষয়ে নারায়ণগঞ্জ চাষাঢ়া রেলষ্টেশন মাস্টার সামসুল মোহাম্মদ খাজা সুজন জানান, ট্রেনটি ফতুল্লা রেলস্টেশনে রাখা হয়েছে। আরেকটি ইঞ্জিন আসলে রেল চলাচল স্বাভাবিক হবে।

নারায়ণগঞ্জ রেল পুলিশের আইসি নূর মোহাম্মদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে নিরাপত্তার জন্য পুলিশ পাঠানো হয়েছে। আহতের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। তবে যে স্থানটিতে দুর্ঘটনা ঘটেছে সেটি অবৈধ রেলক্রসিং। বিস্তারিত পরে জানানো হবে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর