বরিশালের মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের উত্তর চরপদ্ম গ্রামে রায়হান সরদার (৩২) হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৮। র্যাব-১০ এর সহায়তায় রবিবার রাত পৌঁনে ১টার দিকে ঢাকার বংশাল এলাকা থেকে গ্রেফতার করে র্যাব-৮ এর বিশেষ দল।
এরা হল- মুলাদী উপজেলার উত্তর চরপদ্ম গ্রামের করিম সরদার (৫০) ও তার ছেলে ইয়াসিন সরদার (১৯)।
সোমবার দুপুরে বরিশাল নগরীর রূপাতলী র্যাব-৮ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র্যাব-৮ কমান্ডিং অফিসার লে. কর্নেল মাহমুদুল হাসান।তিনি জানান, গত ১৫ আগস্ট দুপুরে মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের মাছুয়া খালী (উত্তর চরপদ্ম) গ্রামে পূর্ব বিরোধের জের ধরে রায়হান সরদার নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহতের মা সূর্যবান বেগম বাদী হয়ে অভিযুক্ত করিম সরদার, তার ছেলে ইয়াসিন সরদার ও স্ত্রী সাফিয়া বেগমকে আসামি করে মুলাদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের ঘটনার পর অভিযুক্তরা আত্মগোপন করে।
র্যাবের ছায়া তদন্তে আসামিদের অবস্থান শনাক্ত হয়। পরে র্যাব-১০ এর সহায়তায় রবিবার রাত পৌঁনে ১টার দিকে ঢাকার বংশাল এলাকা থেকে তাদের গ্রেফতার করে র্যাব-৮ এর বিশেষ দল। জিজ্ঞাসাবাদ শেষে তাদের মুলাদী থানায় সোপর্দ করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন র্যাব-৮ কমান্ডিং অফিসার লে. কর্নেল মাহমুদুল হাসান।
সংবাদ সম্মেলনে র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম