৩০ আগস্ট, ২০২৩ ১৩:৩৯

নোয়াখালীতে নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতামূলক সভা

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীতে নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতামূলক সভা

নোয়াখালীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে একটি হল রুমে দুটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়েছে। 

এ সময় স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা জানান, গত কয়েক মাস থেকে সাম্প্রতিক সময়ে নোয়াখালীতে নারীর প্রতি সহিংসতা বেড়েই চলছে। ডিজিট্যালের মাধ্যমে স্কুল-কলেজের শিক্ষার্থীরা সাইবার ক্রাইমের মাধ্যমে ব্ল্যাকমেইল হ্যারাজমেন্ট শিকার হচ্ছেন। তারা জানান, ১৫-৩৫ বছর বয়সী নারীরা বেশি হেনস্থা হচ্ছেন। এমতাবস্থায় নারীরা নিজেদের রক্ষার পদ্ধতি জানেন না। তারা স্কুল-কলেজে মেয়েদের সচেতন করার জন্য কাজ করবেন। নারীর প্রতি সহিংসতা রোধে এরই আলোকে সামাজিক আন্দোলনের মৌলিক ভূমিকা পালন করার প্রতিজ্ঞা নিয়ে কাজ করছে দুটি স্বেচ্ছাসেবী সংগঠন। তারা মিডিয়াকর্মী ও প্রশাসনসহ সকলের সহযোগিতা চান। 
এ সময় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবী সংগঠন সাইবার ওয়ারিয়র্স এর সভাপতি সহিদুর রহমান রায়হান ও এসএইচবিও সাধারণ সম্পাদক আরিফ হোসেন, জামাল বিষাদ, আকবর হোসেন সোহাগ, অমৃত লাল ভৌমিক সুমন, আসাদুজ্জামান কাজল, মিজানুর রহমান রিয়াদ প্রমুখ। 

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর