বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেত্রকোনার কলমাকান্দায় পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। এ ছাড়া মামলায় আরও ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
জানা গেছে, শুক্রবার উপজেলার ডোয়ারিয়াকোনা মার্কাস মসজিদের সামনের সড়ক ও ধানমোহল মোড় এলাকায় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় উপপরিদর্শক জুনেব খান বাদি হয়ে লেংগুরা ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান ভূইয়া, যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিনসহ ৩৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে এ মামলাটি করেন।
শনিবার বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করে কলমাকান্দা থানার ওসি আবুল কালাম বলেন, পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলাটি করা হয়েছে। এখন পর্যন্ত এ মামলায় কাউকে গ্রেফতার করা হয়নি। তবে আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ খায়ের বলেন, বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা বিএনপি কার্যালয়ে আসতে শুরু করলে রাস্তায় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। বিএনপির কেউ পুলিশের ওপর ইটপাটকেল ছোড়েনি। এখন বিএনপির নেতাকর্মীদের হয়রানি করতেই পুলিশ মিথ্যা মামলা করেছে।
বিডি প্রতিদিন/এমআই