ঝিনাইদহের হরিণাকুন্ডুতে হাবিবুর রহমান ভেজু (৫৬) নামে এক কৃষক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন। আজ সোমবার উপজেলার রায়পাড়া ভাতুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক ওই গ্রামের মৃত ইউসুফ আলী খাঁর ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে গ্রামের মাঠে বৈদ্যুতিক মোটর দিয়ে ধানের জমিতে পানি দিতে যায়। সে সময় সুইস দেওয়ার সাথে সাথে মোটরের টিউবয়েল বিদ্যুতায়িত হয়ে তার হাত স্পর্শ করে এবং ওখানেই তাকে ঝাড়া দিয়ে ফেলে দেয়। পরে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ তথ্য নিশ্চিত করেন হরিণাকুন্ডু থানার দায়িত্ব ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আবুল খায়ের।
বিডি প্রতিদিন/এএ