টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের পর বাড়ির পাশে পরিত্যক্ত জমি থেকে আরফান আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার হতেয়া উলিয়ারচালা গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে ওই এলাকার মৃত কুরবান আলীর ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, আরফান আলী রবিবার বিকেলে বাড়ি থেকে বের হলে রাতে আর বাড়ি ফিরে নাই। বিভিন্ন জায়গায় খোঁজাখোজির পর সোমবার দুপুরে পরিত্যক্ত জমিতে তার লাশ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করে সখীপুর থানায় নিয়ে আসে।
সখীপুর থানার ওসি রেজাউল করিম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল পাঠানো হয়েছে। তদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এএম