ফরিদপুরে ভূমি ও কৃষিতে নারীর অধিকার নিয়ে নাগরিকদের ভাবনা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘নারী কৃষকের স্বীকৃতি ও সরকারি সুযোগ-সুবিধায় অন্তর্ভুক্তি’ শীর্ষক এ সেমিনারটি সোমবার সকালে স্থানীয় এনজিও ফোরামের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
বেসরকরি উন্নয়ন সংস্থা বেনিফিসিয়ারিজ ফ্রেন্ডশিপ ফোরাম বিএফএফ’র আয়োজনে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা। বিএফএফ’র নির্বাহী পরিচালক আ ন ম ফজলুল হাদি সাব্বিরের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকতা লিটন ঢালী, সদর উপজেলা ভূমি কর্মকতা জিয়াউর রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আলী আহসান, এফডির নির্বাহী পরিচালক আজাহারুল ইসলাম, এএলআরডি’র উপ-পরিচালক রওশনারা মনি প্রমুখ।
অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এন্ড ডেভেলপমেন্ট (এএলআরডি)-এর সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা বিএফএফ’র আয়োজনে সেমিনারে বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা, সাংবাদিক ছাড়াও বিভিন্ন পেশার কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই