গাজীপুরে শ্রীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি আইসক্রীম ফ্যাক্টরিকে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার সকালে উপজেলার এমসি বাজার এলাকায় মাইনউদ্দিন ও সোহাগ মিয়ার পরিচালনায় দুটি ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শ্রীপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আল মামুন।
তিনি জানান, লাইসেন্সবিহীন,অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রীম তৈরি, নামবিহীন বিভিন্ন মোরক ব্যবহার করে প্রতিষ্ঠান দুটি আইসক্রীম তৈরি করে আসছিল। মাইনউদ্দিনের পরিচালিত আইসক্রীম ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা এবং সোহাগ মিয়ার পরিচালিত আইসক্রীম ফ্যাক্টরিকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। দুটি প্রতিষ্ঠানকে এক মাসের সময় দেওয়া হয়েছে এর মধ্যে কাগজপত্র ঠিক করে এবং স্বাস্থ্যকর পরিবেশে না আসলে তাদের ফ্যাক্টরি দুটিকে বন্ধ করে দেওয়া হবে । তিনি আরোও জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এএ