ঐতিহ্যবাহী গ্রাম বাংলার নৌকা বাইচ প্রতিযোগিতায় সাধারণ মানুষের ঢল নামে। তিন দিনব্যাপীর শেষ দিন রবিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিরাজগঞ্জের সলঙ্গায় দৃষ্টিনন্দন এই নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতায় দুপরের পর থেকেই নদীর দু’পাড়ে নারী পুরুষ ও শিশুসহ হাজার হাজার দর্শক উপস্থিত হয়ে প্রতিযোগিতা উপভোগ করেন।
শেখ কামাল ক্রিড়া ও সাংস্কৃতিক পরিষদের আয়োজনে সলঙ্গা থানার ঘুড়কায় ফুলজোর নদী পাড়ে এ ঐতিহাসিক নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন এলাকার ১২ টি নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার মানিক তরী ও একই জেলার গাবসারার একতা এক্সপ্রেস খেলার ফাইনাল রাউন্ডে খেলে মানিক তরী নৌকা ১ম স্থান অধিকার করে।
শেষে অতিথিরা বিজয়ী ১ম স্থান অধিকারী দলের হাতে একটি মোটরসাইকেল ও ২য় স্থান অধিকারী দলের হাতে ফ্রিজ ও তৃতীয় স্থান অধিকারী সাগর তরীর হাতে একটি এলইডি টিভি উপহার হিসেবে তুলে দেন।
নৌকা বাইচ প্রতিযোগিতায় এক সভায় শেখ কামাল ক্রিড়া ও সাংস্কৃতিক পরিষদেও সভাপতি গোলাম হোসেন শোভনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রোকনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কলে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর, সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু, জেলা পরিষদের সদস্য গোলাম হোসেন সুমন প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম