ঢাকার ধামরাইয়ে গেটের তালা ভেঙে কয়েকজন মুখোশধারী ঘরে ঢুকে খোরশেদ আলম (৫৫) নামে এক ইউপি সদস্যকে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। রবিবার রাত দেড়টার দিকে সুতিপাড়া ইউনিয়নের বাথুলি গ্রামে এ ঘটনা ঘটে।
আহত খোরশেদ আলম ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পরপর তিনবারের নির্বাচিত সদস্য। তাকে রাতেই মানিকগঞ্জে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোমবার ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগ থেকে জানা গেছে, রবিবার রাত দেড়টার দিকে ইউপি সদস্য খোরশেদ আলমের বাড়ির কলাপসিবল গেটের তালা ও দরজা ভেঙে মুখোশ পরিহিত একদল দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে। এসময় দুর্বৃত্তরা খোরশেদ আলমকে এলোপাতাড়িভাবে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে জখম করে। এতে তার হাতের একটি আঙুল ভেঙে যায় এবং মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। এক পর্যায় তার স্ত্রী লাকি আক্তার চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে পালিয়ে যায়।
আহত খোরশেদ আলম বলেন, ঘরে টাকা পয়সা ও স্ত্রীর স্বর্ণালংকার ছিল। কিন্তু দুর্বৃত্তরা কিছুই নেয়নি। আমাকে হত্যা করা মুখোশধারীদের উদ্দেশ্য ছিল বলে জানান তিনি।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, ঘটনাস্থলে রাতেই পুলিশ পাঠিয়েছিলাম। অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এমআই