৫ সেপ্টেম্বর, ২০২৩ ১৫:০৪

মোরেলগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেফতার

মোরেলগঞ্জ প্রতিনিধি

মোরেলগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেফতার

প্রতীকী ছবি

বাগেরহাটের মোরেলগঞ্জে মাসুম বিল্লাহ (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ১১টার দিকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মাসুম বিল্লাহ পৌরসভার পূর্ব সরালিয়া গ্রামের আমজাদ পাহলানের ছেলে। এ ঘটনায় এসআই বিকাশ দত্ত বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। বুধবার বেলা ১০টার দিকে তাকে আদালতে সোপর্দ করে পুলিশ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মাসুম বিল্লাহ একজন মাদক বিক্রেতা। মাদক বিরোধী বিশেষ অভিযানে সে হাতেনাতে ধরা পড়ে। বিক্রির উদ্দেশে তার সাথে থাকা ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে যার স্থানীয় মূল্য প্রায় ৩ হাজার টাকা।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর