৬ সেপ্টেম্বর, ২০২৩ ১৩:৩৭

মোরেলগঞ্জে ঘের দখলে বাধা, ৩ জনকে মারধরের অভিযোগ

মোরেলগঞ্জ প্রতিনিধি

মোরেলগঞ্জে ঘের দখলে বাধা, ৩ জনকে মারধরের অভিযোগ

বাগেরহাটের মোরেলগঞ্জে একটি মৎস্য ঘের দখলে বাধা দেওয়ায় ২ নারীসহ ৩ জনকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকেরা। মঙ্গলবার বিকেলে নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় আহত হারুন অর রশীদ (৫৫), তার স্ত্রী মাহিনুর বেগম(৪৮) ও মেয়ে তামান্না আক্তার মিমকে(১৯) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় একই গ্রামের জাকির হোসেন সাজ্জালসহ ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বুধবার ভোররাতে জাকির হোসেনকে গ্রেফতার করেছে। 

এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, বিবাদমান একটি মৎস্য ঘেরে পাহারা ঘর নির্মাণকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় মামলা হয়েছে। প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর